লকডাউন লঙ্ঘনে ১৪০ বিদেশীর ওয়ার্ক পারমিট বাতিল করেছে সিঙ্গাপুর

বণিক বার্তা অনলাইন

লকডাউন বিধি লঙ্ঘন করে বারে যাওয়ার অপরাধে চার জন ব্রিটিশ নাগরিকসহ ১৪০ জন বিদেশীকে নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে ওই ব্রিটিশদের প্রত্যেককে সাড়ে ৬ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। তারা আর কখনো সিঙ্গাপুরে কাজ করতে পারবেন না।

ঘটনাটি মূলত গত মাসের, যখন দেশজুড়ে সামাজিক মেলামেশা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ওই সময় ওই ব্রিটিশরা বাইরে যান এবং বারে বসে মদ পান করেন। 

একই অপরাধে এক মার্কিন দম্পতি এবং এক অস্ট্রিয়ার নাগরিককেও মোটা অংকের জরিমানা করা হয়েছে।

এ সংক্রান্ত এক বিবৃতিতে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, লকডাউন লঙ্ঘনের অপরাধে ১ মে থেকে ২৫ জুন ১৪০ জন বিদেশী নাগরিকের সিঙ্গাপুরে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) প্রত্যাহার করা হয়েছে। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন