ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে উত্তেজনা

এলওসির দুটি সেক্টরে রাতভর পাকিস্তানি সেনাদের মর্টার হামলা

বণিক বার্তা ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলের (এলওসি) দুটি সেক্টরে রাতভর মর্টার শেল নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর এনডিটিভি।

পুঞ্চের মেনধর বালাকোট সেক্টরে হামলা চালায় পাকিস্তান। শনিবার দিবাগত রাত ১১টায় শুরু হয়ে তা ভোর ৪টা ৫০ মিনিট পর্যন্ত চলে।

পাকিস্তানিদের ছোড়া একটি মর্টার শেল গোহলাদের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিরের বাড়ির কাছে বিস্ফোরিত হলে তার শরীরে স্প্লিন্টার বিদ্ধ হয়। এতে তিনি আহত হন।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলওসির মেনধর সেক্টরে মর্টার হামলার ব্যাপকতা বেশি ছিল। হামলা চলাকালে সীমান্তবর্তী ছয়টি গ্রাম বেশি আক্রান্ত হয়। সময় দুটি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়।

পাকিস্তানিদের হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনীও হামলা চালায়। তবে এতে পাকিস্তানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।

হামলা চলাকালে সীমান্ত এলাকার অধিবাসীরা রাতভর বিভিন্ন বাঙ্কার অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানিরা বিনা উস্কানিতে ন্যক্কারজনক মর্টার হামলা চালিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন