খুলনা বিভাগে করোনায় সুস্থতার হার ৪১ শতাংশ

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

দেশে করোনায় আক্রান্ত মোট ৪২ হাজার ৮৪৪ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন। সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ। এ তুলনায় খুলনা বিভাগে নভেল করোনাভাইরাসে সংক্রমিতদের মধ্যে সুস্থতার হার বেশ ভালো। বরিশালের পর সবচেয়ে কম আক্রান্ত এই বিভাগটিতে সুস্থতার হার ৪১ দশমিক ৩৮ শতাংশ। আজ শুক্রবার (২৯ মে) পর্যন্ত এ বিভাগে মোট আক্রান্ত ৪৭৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৭ জন। মারা গেছেন ৮ জন, মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এবং আইইডিসিআরের সংবাদ বুলেটিন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ১১ দিনের মাথায় খুলনা বিভাগে প্রথম করোনা পজিটিভ পাওয়া যায়। এ বিভাগের চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বর্তমানে বিভাগের ১০টি জেলার সবগুলোতেই করোনা পজিটিভ রোগী রয়েছে। এ বিভাগে সবচেয়ে বেশি করোনা পজিটিভ রয়েছে যশোর। এ জেলায় আক্রান্ত ১০০ জন। যশোর জেলায় আক্রান্ত বেশি হলেও এ জেলায় এখনও করোনায় কেউ মারা যাননি। আবার যশোরে সুস্থও হয়েছেন বেশি। শুক্রবার পর্যন্ত এ জেলায় মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। হাসপাতালে রয়েছেন ৩০ জন।

খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত মেহেরপুর জেলায়। এ জেলায় করোনা পজিটিভের সংখ্যা ১৩ জন ও ১ জন মৃত। সুস্থ হয়েছেন ৫ জন। আর বাড়িতেই চিকিৎসাধীন ৭ জন। হাসপাতালে কোনও রোগী নেই।

খুলনা বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সবার পরে করোনাভাইরাস শনাক্ত হওয়া সাতক্ষীরা জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েছে হু হু করে। শুক্রবার পর্যন্ত মোট ৪০ জন আক্রান্ত। কেউ মারা যাননি। এদের মধ্যে সুস্থও হয়েছেন একজন। হাসপাতালে কোন রোগী নেই।

এদিকে করোনা পজিটিভের দিক দিয়ে যশোরের পরে রয়েছে চুয়াডাঙ্গা। এ জেলায় আক্রান্ত ৮৬ জন। এর মধ্যে একজন মৃত, ৩২ জন সুস্থ ও ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরপর খুলনা জেলায় আক্রান্ত ৭৫ জন, মারা গেছেন তিনজন, সুস্থ হয়েছেন ১৮ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জন। ঝিনাইদহে আক্রান্ত ৪৭ জন, সুস্থ ২৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন তিনজন। কুষ্টিয়ায় আক্রান্ত ৪৭ জন, সুস্থ ২৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন চারজন। মাগুরায় আক্রান্ত ২১ জন, মৃত একজন, সুস্থ ১৮ জন ও হাসপাতালে চিকিৎসাধীন একজন। বাগেরহাটে আক্রান্ত ২৫ জন, মৃত দুজন, সুস্থ ৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে নতুন করে ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এদের মধ্যে খুলনা জেলায় ১১ জন, কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ১ জন। এ বিভাগে একইসঙ্গে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন