বিজিএমইএ-বিকেএমইএর যৌথ সিদ্ধান্ত

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পোশাক কারখানা। সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে খাত সংশ্লিষ্ট দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। 

এছাড়া ১৬ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করতেও বলা হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে। 

আজ শুক্রবার ছুটি বর্ধিতকরণের সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ একেএম সেলিম ওসমান এমপি স্বাক্ষরিত যৌথ ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।

সেখানে বলা হয়, মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন