করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বর শ্বাসকষ্টসহ নভেল করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে চলিশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ওই নারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন সন্দেহে ১০টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ওই নারী দুদিন ধরে জ্বর, পাতলা পায়খানা শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ওই নারীর বাড়িতে বিদেশফেরত কিংবা ঢাকা থেকেও কেউ আসেননি।

পূর্বধলা থানার ওসি তাওহীদুর রহমান বলেন, পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশেপাশের ১০টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে গতকাল বেলা দেড়টার দিকে ওই নারীকে দাফন করা হয়।

ইউএনও উম্মে কুলসুম জানান, মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য এরই মধ্যে চার সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন