করোনা মোকাবেলা

চীনে অনুদান বাড়াচ্ছে অ্যাপল

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মোকাবেলায় চীনকে দেয়া সহায়তার পরিমাণ বাড়াচ্ছে অ্যাপল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্কিন টেক জায়ান্টটি চীনকে কোটি ইউয়ানের (৭০ লাখ ডলার) বেশি অনুদান দেবে, যা আগের ঘোষিত অনুদানের দ্বিগুণেরও বেশি। বুধবার চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দেয়া এক পোস্টে কথা বলেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। খবর রয়টার্স।

এর আগে অ্যাপল চীনকে কোটি ইউয়ান অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যা এরই মধ্যে বেইজিংভিত্তিক চায়না ফাউন্ডেশন ফর পভার্টি অ্যালেভিয়েশনের মাধ্যমে দেয়া হয়েছে। চীনের হুবেই প্রদেশের ছয়টি হাসপাতালকে সহায়তার লক্ষ্যে অনুদান দেয়া হয়েছে। ছয়টি হাসপাতালের মধ্যে উহানের অস্থায়ী লিশেনশান হসপিটালও রয়েছে। আর নতুন অনুদানের অর্থ চীনের জনস্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘমেয়াদি পুনর্গঠনে কাজে লাগানো হবে বলে কুক জানান।

গত সপ্তাহে টুইটারে এক বার্তায় টিম কুক জানান, যুক্তরাষ্ট্র ইউরোপে স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য অ্যাপল এক কোটি মাস্ক অনুদান দিয়েছে। শুধু অ্যাপল বা টিম কুকই নন, করোনা মোকাবেলায় অনুদান স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন বিত্তবান নির্বাহী করপোরেট প্রতিষ্ঠান। চীনা বিলিয়নেয়ার আলিবাবা গ্রুপের সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা মাস্ক টেস্টিং কিটের মতো স্বাস্থ্যসেবা সরঞ্জাম অনুদানের ঘোষণা দিয়েছেন। বাইদু, টেনসেন্ট, হুয়াওয়ে বাইটড্যান্সের মতো চীনের অন্য টেক জায়ান্টরাও ধরনের উদ্যোগ নিয়েছে।

চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে থাকা নিজেদের ৪২টি স্টোর বন্ধ করে দেয় অ্যাপল। চীনে করোনার প্রকোপ কমে যাওয়ায় সপ্তাহ খানেক আগে সেগুলো আবার খুলে দিয়েছে তারা। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিজেদের আয়ের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে কোম্পানিটি আশঙ্কা প্রকাশ করেছে।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন