এক লাখ পরিবারকে নগদ অর্থসহায়তা দেবে ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে খাদ্য সংকটে থাকা এক লাখ ছিন্নমূল ও দিনমজুর পরিবারকে দেড় হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। আজ বৃহস্পতিবার মহাখালীতে ব্র্যাক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুই সপ্তাহের জন্য এই নগদ সহায়তার ঘোষণা দেন সংস্থার নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

এরই মধ্যে ছিন্নমূল, অতিদরিদ্র ও দিনমজুর এক লাখ পরিবারকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে আসিফ সালেহ বলেন, ‘আগামী দুই সপ্তাহ জরুরি ভিত্তিতে তাদের নগদ সহায়তা দেয়া হবে। যাতে করে তাদের যে খাদ্যঝুঁকি তৈরি হয়েছে, তা থেকে তারা যেন অন্তত দুই সপ্তাহ মুক্ত থাকতে পারেন।’

তবে সরকারি উদ্যোগে যারা এরই মধ্যে সুবিধা পাচ্ছেন তাদের বাইরে এই সহায়তা দিতে চায় ব্র্যাক। আসিফ সালেহ বলেন, ‘সরকারি যে উদ্যোগের তালিকার সঙ্গে আমাদের তালিকার ডুপ্লিকেশন যেন না হয়, সেটা নিশ্চিত করা হচ্ছে।’ এজন্য জেলা প্রশাসক ও মেয়রদের সহায়তা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন