মুগদায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

বণিক বার্তা অনলাইন

রাজধানীর দক্ষিণ মুগদা ছিনতাইকারীর কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, আজ শনিবার সকাল ৬টার দিকে প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপি (৩৮) নামের ওই নারীর মৃত্যু হয়। পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে ছেলেকে নিয়ে রাজারবাগ বাটপাড়া থেকে রিকশায় করে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন লিপা। দক্ষিণ মুগদা ইউনিক বাস কাউন্টারের সামনের রাস্তায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় কয়েকজন ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লিপির স্বামী গোলাম কিবরিয়া জানান, তারা গত ২৪ ফেব্রুয়ারি এসএসসি পড়ুয়া ছেলে শাহরিয়ার রিংকি (১৫) ও মেয়ে তামিসা বিনতে কিবরিয়া (৬) নিয়ে রাজারবাগ আত্মীয়ের বাসায় এসেছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি সিলেটে যাওয়ার উদ্দেশ্যে দুটি আলাদা রিকশায় করে কমলাপুরের দিকে যাচ্ছিলেন তারা। স্ত্রীর সঙ্গে ছেলেও রিকশায় ছিল। প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে একটি মোবাইল ফোন ও দুই হাজারের মতো টাকা ছিল।

ঢামেকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেকটর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন