সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ১০

বণিক বার্তা ডেস্ক

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন এর মধ্যে ময়মনসিংহে যাত্রীবাহী বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এছাড়া শেরপুর, শরীয়তপুর, মাগুরা সাতক্ষীরায় আরো ছয়জন নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: গতকাল বিকাল ৪টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বহেলা গ্রামের আরিফুল ইসলাম (১৮), বাঘমারা গ্রামের সজীব আহমেদ (২০), নিশিন্তপুর গ্রামের   মিজানুর রহমান (২০) রহেলা গ্রামের সাকিবুল হাসান (২২) নিহতরা সবাই বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মী

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, বিকালে হালুয়াঘাট বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় সময় আহত হন অন্তত আরো সাতজন খবর পেয়ে ফায়ার সার্ভিস পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয় অন্য পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে

শেরপুরজেলার নকলা উপজেলার বারোমাইসা বাজারে  ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন গতকাল বেলা ১টার দিকে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ (১৮) বারোমাইসা গ্রামের শেলি মিয়ার ছেলে হামিদুল ইসলাম (১৮)

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আলমগীর জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠান দেখতে দুই বন্ধু মারুফ হামিদুল বারোমাইসা গ্রামে যাওয়ার পথে বারোমাইসা বাজারের মোড়ে নকলাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হামিদুলের মৃত্যু হয় পরে স্থানীয়রা মোটরসাইকেলচালক মারুফকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সেখানে নেয়ার পথে তারও মৃত্যু হয়

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা সেতুর ওপর দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রিবল মাহমুদ খান রাজ (২৩) মো. সাইফুল ইসলাম (১৯)

নিহত রিবল মাহমুদ রাজ উপজেলার কোদালপুর ইউনিয়নের বুলু সরদারপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মো. বাচ্চু খানের ছেলে তিনি কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি শামসুর রহমান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম কোদালপুর ব্যাপারীপাড়া প্রামের হাবি ব্যাপারীর ছেলে

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, উপজেলার কোদালপুর থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোদালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিবল মাহমুদ খান রাজের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে নয় বন্ধু কুচাইপট্টিতে ঘুরতে যান রাত ১০টার দিকে ফেরার পথে কুচাইপট্টি-গোসাইরহাট ইউনিয়ন সড়কের সাইক্ষ্যা সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে এতে গুরুতর আহত হন তিন বন্ধু স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে রাজ সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক

মাগুরাগতকাল সকালে সদর উপজেলার পরলা গ্রামে মাগুরা-নড়াইল সড়কে ট্রাকের ধাক্কায় আলেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন

মাগুরা থানার এসআই আল ইমরান বলেন, সকালে আলেয়া বেগম বাড়ির কাছে মাগুরা-নড়াইল সড়কে হাঁটাহাঁটি করছিলেন সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয় তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ ট্রাকটি জব্দ করেছে

সাতক্ষীরা: সাতক্ষীরায় অটোরিকশার ধাক্কায় শিমুল নামে () এক শিশু নিহত হয়েছে গতকাল সকালে শহরের শহীদ রীমু সরণিতে দুর্ঘটনা ঘটে শিমুল কাটিয়া সরকারপাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সকালে শিশুটি বাসা থেকে বের হয়ে শহীদ রীমু সরণি দিয়ে রাস্তা পার হচ্ছিল সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে আহত হয় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন