২০২০-২১ অর্থবছর

ভারতের ডাল আমদানি ৬০% কমতে পারে

বণিক বার্তা ডেস্ক

ভারত বিশ্বের শীর্ষ ডালভোক্তা দেশ দেশটি দীর্ঘদিন ধরে ভোগ্যপণ্যটিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছে লক্ষ্যে অভ্যন্তরীণ উৎপাদনে জোরারোপসহ ভোগ্যপণ্যটির আমদানি সীমিতকরণে দেশটির সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে পরিপ্রেক্ষিতে কয়েক বছর ধরে দেশটিতে পণ্যটির আমদানি ক্রমে কমছে ধারাবাহিকতায় ২০২০-২১ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের ডাল আমদানি ৬০ শতাংশ কমে যেতে পারে ইন্ডিয়া পালসেস অ্যান্ড গ্রেইন অ্যাসোসিয়েশন (আইপিজিএ) সম্প্রতি তথ্য জানিয়েছে খবর রয়টার্স দ্য হিন্দু

ভারত ডাল আমদানি কমালে অভ্যন্তরীণ বাজারে পণ্যটির দামে চাঙ্গা ভাব ফিরতে পারে মনে করছেন খাতসংশ্লিষ্টরা তবে এক্ষেত্রে ভোগ্যপণ্যটির শীর্ষ রফতানিকারক দেশগুলো তাদের শীর্ষ বাজার হারিয়ে ক্ষতির মুখে পড়তে পারে কানাডা, অস্ট্রেলিয়া, মিয়ানমার রাশিয়া থেকে সবচেয়ে বেশি ডাল আমদানি করেন ভারতীয় ব্যবসায়ীরা  

আইপিজিএর সভাপতি জিতু ভেদা জানান, ২০১৯-২০ অর্থবছরে ভারতের ব্যবসায়ীরা সব মিলিয়ে ২৫ লাখ টন ডাল আমদানি করতে পারেন এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশটির ব্যবসায়ীরা রেকর্ড ডাল আমদানি করেছিল এতে অভ্যন্তরীণ বাজারে কৃষিপণ্যটির সরবরাহ বেড়ে দাম কমে যায় ফলে পণ্যটির উৎপাদনকারী কৃষকরা লোকসানের মুখে পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার পণ্যটির আমদানিতে নির্দিষ্ট কোটা বেঁধে দেয় কোটার আওতায় দেশটির ব্যবসায়ীরা সব মিলিয়ে ১০ লাখ টন ডাল আন্তর্জাতিক বাজার থেকে আমদানির অনুমতি পায় তবে বিভিন্ন আদালতে আবেদনসাপেক্ষে অতিরিক্ত ১৫ লাখ টন ডাল আমদানি করেছে তারা তবে পরের অর্থবছরে ব্যবসায়ীরা পণ্যটির বাড়তি আমদানিতে অনুমতি না- পেতে পারে বলে জানান তিনি সে হিসাবে আগামী অর্থবছরে মাত্র ১০ লাখ টন ডাল আমদানি করতে পারেন ভারতীয় ব্যবসায়ীরা

এদিকে চলতি উৎপাদন বর্ষে (জুলাই-জুন) ভারতে রেকর্ড ডাল উৎপাদন হতে পারে সময় কোটি ৬৩ লাখ টন ডাল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার এর মধ্যে কোটি ৬২ লাখ টন উৎপাদন হতে পারে রবি মৌসুমে বাকিটা খরিফ মৌসুমে উৎপাদনের প্রত্যাশা করছে দেশটি  আগের উৎপাদন বর্ষে দেশটিতে মোট কোটি ৩৪ লাখ টন ডাল উৎপাদন হয়েছিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন