ডিএসইর নতুন পরিচালক শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক

 ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) বর্তমান প্রেসিডেন্ট শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান গতকাল অনুষ্ঠিত নির্বাচনে এক্সচেঞ্জটির সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন নির্বাচনে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আফজাল এর আগে ডিএসইর মতিঝিল কার্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ১৪৯ জন সদস্যের ৮৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৮৩১ ভোট এবং মো. শাকিল রিজভী ১৩৩ জন সদস্যের ৮২ কোটি লাখ ৬৮ হাজার ৯৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম আফজাল ৫৬ জন সদস্যের ১৫ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৫৫১ ভোট পেয়েছেন নির্বাচনে মোট ২৫৯ জন ভোটারের মোট ভোট সংখ্যা ছিল ১১৫ কোটি ২২ লাখ ৫২ হাজার ৩৩১টি এর মধ্যে ১৭৮ জন ভোটার শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনে ভোট প্রদান করেন আটজন ভোটারের ভোট বাতিল হয় ভোট গণনা শেষে ডিএসইর নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আবদুস সামাদ ফলাফল ঘোষণা করেন সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ মনজুর উদ্দিন আহমেদ

প্রসঙ্গত, বছর ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্য শরীফ আতাউর রহমান মো. হানিফ ভুইয়া অবসর গ্রহণ করেন তাদের শূন্য পদে মো. শাকিল রিজভী মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হয়েছেন ডিএসইর নবনির্বাচিত পরিচালক মো. শাকিল রিজভী ৩৩ বছরেরও বেশি সময় ধরে এক্সচেঞ্জটির সঙ্গে জড়িত রয়েছেন তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএসইর পরিচালক এবং ২০০৯ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ২০১০ সালে পুঁজিবাজার ধসের সময় তিনি এক্সচেঞ্জটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন পরবর্তী সময়ে ২০১১ সালে তিনি আবারো ডিএসইর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন

ডিএসইর নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ শাহজাহান ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত এক্সচেঞ্জটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ২০১০ সালে তিনি দ্বিতীয়বারের মতো ডিএসই পরিচালক নির্বাচিত হন তিনি পাট রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাছাড়া তিনি শাহজাহান মদিনা জুট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, শমসের জুট মিলস লিমিটেডের উপমহাব্যবস্থাপনা পরিচালক এবং নরসিংদী জুট ট্রেডার্স

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন