পাম অয়েল উৎপাদন করতে চায় ভারতের চা কোম্পানিগুলো

বণিক বার্তা ডেস্ক

 চা বাগানের জমিতে পাম গাছ রোপণ পাম তেল উৎপাদনের অনুমতি চেয়েছে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন (আইটিএ) সম্প্রতি এমন আবেদন নিয়ে ভারতের চা বোর্ডের কাছে যাওয়ার কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিবেক গোয়েঙ্কা খবর বিজনেস স্ট্যান্ডার্ড

গোয়েঙ্কা জানিয়েছেন, চা বাগানের জমি অন্য আর কী উদ্দেশ্যে ব্যবহার করা যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভারতের চা উৎপাদন এলাকা যেমন পশ্চিমবঙ্গ এরই মধ্যে চা বাগানের জমি অন্য কাজে ব্যবহারের অনুমতি দিয়েছে ওদিকে আসাম সরকারও এমন পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা করছে

চা সমিতির চেয়ারম্যানের দাবি, চা বাগানের জমি অন্য কোনো উৎপাদনশীল খাতে ব্যবহার করা গেলে চা শিল্পই লাভবান হবে তিনি বলেন, ভারত যেখানে প্রতি বছর ২৫ হাজার কোটি রুপির পাম তেল আমদানি করে সেখানে তারা পাম উৎপাদন করলে দেশেরই লাভ

চা সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার চা চাষীদের পাম উৎপাদনে উৎসাহিত করতে প্রণোদনা দিচ্ছে ভারত সরকারও পাম তেল উৎপাদনে চা চাষীদের একই ধরনের পদক্ষেপ নিতে পারে

চা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এমন সময় ধরনের পরামর্শ এল যখন, চায়ের কম দাম নিয়ে বারবার অভিযোগ করে আসছে তারা তারা বলছে, বাজারের মন্দা অবস্থার কারণে সবকটি বড় কোম্পানির মুনাফায় টান পড়েছে এবং কিছু কোম্পানি চা বাগানের জমি অন্য লাভজনক কাজে ব্যবহারের অনুমতি দেয়ার জন্য চাপ দিচ্ছে

উল্লেখ্য, বিশ্বে চা উৎপাদনে ভারত চতুর্থ এবং রফতানিতে দশম আর উৎপাদনে শীর্ষে চীন এবং রফতানিতে শীর্ষে কেনিয়া ভারতের মোট চা উৎপাদনের ৫১ শতাংশই হয় আসাম রাজ্যে এর পরই রয়েছে যথাক্রমে পশ্চিমবঙ্গ (২৯.%) তামিলনাড়ু (১২.%)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন