হাওড়ে বাঁধ নির্মাণে সবার সহযোগিতা প্রয়োজন —পরিকল্পনামন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি সুনামগঞ্জ

হাওড়ে বাঁধ নির্মাণে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। গতকাল দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওড়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, হাওড়ে আপনাদেরই জমি, তাই বাঁধও আপনাদের রক্ষা করতে হবে কারণ বাঁধ নির্মাণ করে দেয়া সরকারের দায়িত্ব কিন্তু সেটা রক্ষা করতে হবে কৃষকদের পাশাপাশি দ্রুত উৎপাদনশীল জাতের ধান রোপণ বাড়াতে হবে যাতে বন্যায় ধানের ক্ষতি করতে না পারে

তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও দেশের সার্বিক উন্নয়নে কোনো কাজ করেনি দেশে দৃশ্যমান উন্নয়ন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার আমাদের সরকার গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা পাকিস্তানিদের ভালোবাসে তাদের বলছি, বাংলাদেশ আর পাকিস্তান হবে না ধর্মের নাম ব্যবহার করেও কাজ হবে না

বাংলাদেশী নারীদের বিদেশ যাওয়া প্রসঙ্গে বলেন, দালালের হাত ধরে বিদেশ যাচ্ছেন, যাওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জেনে যান দালালের সম্পর্কে সব তথ্য স্থানীয় প্রশাসনকে জানান সরকার বা স্থানীয় প্রশাসনকে না জানিয়ে বিদেশ গেলে ভুল করবেন

জগন্নাথপুর উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক     মোহাম্মদ আব্দুল আহাদ

এছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন