হঠাৎ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিউজিল্যান্ডে নিহত ৫

বণিক বার্তা ডেস্ক

 গতকাল নিউজিল্যান্ডে হঠাৎ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সর্বশেষ খবর অনুযায়ী পাঁচজন মারা গেছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ আরো লোক মারা যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন খবর রয়টার্স

পুলিশ বলছে, গতকাল স্থানীয় সময় বেলা ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়

অগ্ন্যুৎপাতের কয়েক মুহূর্ত আগে আগ্নেয়গিরির জ্বালামুখের সীমানার কাছে প্রায় ৫০ জন স্থানীয় বিদেশী পর্যটককে ঘোরাঘুরি করতে দেখা গেছে 

২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সঙ্গে এটাও জানিয়েছে, ওই দ্বীপে আরো কয়েকজন পর্যটক আটকা পড়েছেন

ডেপুটি পুলিশ কমিশনার জন টিমস এক সংবাদ সম্মেলনে জানান, পর্যটকের সংখ্যা তাদের অবস্থা নিয়ে আমরা স্পষ্ট নই তিনি জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না টিমস বলেন, সেখানকার পরিবেশ নিরাপদ নয়

এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডিন বলেন, ঘটনার সময় দ্বীপটি এর আশপাশে অনেক পর্যটক ছিল বলে আমরা জানতে পেরেছি তিনি বলেন, যাদের প্রিয় মানুষ ওই সময় দ্বীপ বা এর আশপাশে ছিল, তাদের মধ্যে যে উদ্বেগ উত্কণ্ঠা বিরাজ করছে, তা আমরা বুঝি আমি তাদের আশ্বস্ত করে বলতে চাই, আমাদের পুলিশ তাদের পক্ষে সম্ভব সবকিছুই করবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন