আইপিডিসি-সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দেশের অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস সেবা এক্সওয়াইজেড আয়োজিত দ্বিতীয়বারের মতোআইপিডিসি-সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ‘এগিয়ে যাওয়ার এই তো সময়প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রতিদিনের ব্যবসায়িক কার্যক্রমে আরো গতি আনতে সেবা প্লাটফর্ম লিমিটেডের নতুন উদ্ভাবনএসম্যানেজারসেবার উদ্বোধন করা হয়।

দিনব্যাপী আইপিডিসি-সেবা এক্সওয়াইজেড সার্ভিস অ্যাওয়ার্ড-২০১৯- এসম্যানেজার উদ্বোধন ছাড়াও সেবা প্লাটফর্মে সেবা দিয়ে আসা সার্ভিস প্রোভাইডার তাদের এক্সপার্টদের প্রাপ্য সম্মানে এবং পরবর্তী সময়ে আরো ভালো সার্ভিস দেয়ার জন্য উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টির বেশি অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের এমএসএম খাতের জন্য সেবা প্লাটফর্ম লিমিটেডের নিও-ব্যাংকিং প্লাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এসম্যানেজার ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার ইআরপি সলিউশন। সেবাটি ব্যবহার করে অনলাইন এবং অফলাইনে ক্ষুদ্র উদ্যোক্তারা বেচা-বিক্রির ট্র্যাকিং, বাকির হিসাব, ডিজিটাল পেমেন্ট কালেকশন, ক্ষুদ্র লোন সুবিধা, অর্ডার প্রসেসিং, অ্যাকাউন্ট ব্যবস্থাপনার মতো কাজ করতে পারবেন।

বিকালের সেশনে অনুষ্ঠিত হয় দুটি প্যানেল আলোচনা। প্রথম প্যানেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নেডিজিটাইজেশনের ভূমিকা এবং জিডিপিতে প্রভাবশীর্ষক আলোচনায় মডারেটর ছিলেনব্রেইন স্টেশন ২৩’-এর সহপ্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির। প্যানেল আলোচনায় আলোচক হিসেবে অংশ নেয় এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা আশিষ চক্রবর্তী, ইউএস মার্কেট অ্যাকসেসের ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের -সার্ভিস স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়া দ্বিতীয় প্যানেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আলোচনায় মডারেটর ছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন