পূর্ব কঙ্গোয় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ১৮

বণিক বার্তা ডেস্ক

পূর্ব কঙ্গোর একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হলে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। খবর রয়টার্স।

বিজি বি নামে একটি স্থানীয় কোম্পানি পরিচালিত বিমানটি বেনি শহরের দিকে আসছিল। ঘনবসতিপূর্ণ গোমা শহরে বিধ্বস্ত হলে ওই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানান নর্থ কিভু গভর্নর কার্লি এনজানজু কাসিভিটা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজি বির এক কর্মকর্তা জানান, ১৯ আসনবিশিষ্ট ডর্নিয়ের ২২৮-২০০ উড়োজাহাজটি ১৬ যাত্রী ও দুই ক্রুসহ বিধ্বস্ত হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, উড়োজাহাজটি বিস্ফোরিত হওয়ার আগে দুজনকে উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজটিতে চাপা পড়ে কতজন আহত বা নিহত হয়েছেন, সে বিষয়টি স্পষ্ট জানা যায়নি।

নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে কঙ্গোয় নিয়মিতই উড়োজাহাজ দুর্ঘটনা ঘটছে। বিজি বিসহ সব কঙ্গোলিজ উড়োজাহাজ সংস্থার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) উড্ডয়নে নিষেধাজ্ঞা রয়েছে।

গত অক্টোবরে একই বিমানবন্দর থেকে একটি কার্গো বিমান উড্ডয়নের পর বিধ্বস্ত হলে আট যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন