ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ডব্লিউটিওতে ইইউর নালিশ

বণিক বার্তা ডেস্ক

নিকেল আকরিক অন্যান্য কাঁচামাল রফতানি বন্ধে ইন্দোনেশিয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) নালিশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশের ধাতু সংশ্লেষণ মরিচারোধী ইস্পাত উৎপাদন খাতকে শক্তিশালী করতেই রফতানিতে লাগাম টানার কথা ভাবছে ইন্দোনেশিয়া। তবে তাদের উৎপাদন পদ্ধতি পরিবেশবান্ধব নয় বলে মনে করে ইইউ। পাশাপাশি দেশীয় উৎপাদকদের অন্যায্য ভর্তুকি দেয়ার পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী বলেও অভিযোগ করা হয়েছে। খবর রয়টার্স।

গত শুক্রবার ডব্লিউটিওতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে ইউরোপীয় কমিশন। ২৮ সদস্যের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি সমন্বয় করে কমিশন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন