২০১৯-২৮

আকরিক লোহার বৈশ্বিক উত্তোলন প্রবৃদ্ধিতে শ্লথগতির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

 আকরিক লোহার বৈশ্বিক উত্তোলন প্রবৃদ্ধিতে শ্লথগতির পূর্বাভাস মিলেছে ২০১৯-২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে ধাতব পণ্যটির বার্ষিক উত্তোলন প্রবৃদ্ধি থাকবে দশমিক শতাংশ অথচ ২০০৯-১৮ পর্যন্ত ব্যবহারিক ধাতুটির বার্ষিক উত্তোলন প্রবৃদ্ধি ছিল দশমিক শতাংশ বৈশ্বিক বাজারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ফিচ সলিউশন ম্যাক্রো রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে পূর্বাভাস করা হয়েছে খবর মাইনিং ডটকম বিজনেস স্ট্যান্ডার্ড

ফিচ সলিউশন ম্যাক্রো রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৮ সালে আকরিক লোহার বৈশ্বিক উত্তোলন দাঁড়াবে ৩১১ কোটি ৯০ লাখ টনে চলতি বছর শেষে উত্তোলন হতে পারে ২৮৫ কোটি টন অর্থাৎ এক দশকের মধ্যে বিশ্বজুড়ে আকরিক লোহা উত্তোলন বাড়তে পারে ২৬ কোটি ৯০ লাখ টন বার্ষিক প্রবৃদ্ধিতে যার হার মাত্র দশমিক শতাংশ

সময়ে আকরিক লোহার উত্তোলন প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রাখবে ব্রাজিল ভারত ব্রাজিলে অবস্থিত বিশ্বের বৃহত্তম আকরিক লোহা খনি ভ্যালে সময়ে উল্লেখযোগ্য হারে ধাতব পণ্যটির উত্তোলন বাড়াবে উত্তোলন প্রসারিত করতে নতুন কূপ থেকে খনিজ পণ্যটি আহরণের চেষ্টা চালাবে ভ্যালে এর বিপরীতে বিশ্বের শীর্ষ আকরিক লোহা উত্তোলনকারী দেশ চীনের উত্তোলনে মন্দা ভাব বজায় থাকার পূর্বাভাস মিলেছে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলন খরচ বাড়ছে অথচ খরচ অনুপাতে মিলছে না মানসম্মত পণ্য

ভারতে আকরিক লোহা উত্তোলন বাড়াতে কয়েকটি বিষয় প্রভাব ফেলবে এর মধ্যে দেশটির জাতীয় বাজেটে নিম্নমানের আকরিক রফতানিতে কর অপসারণের ঘোষণা একটি এছাড়া দেশটির খনি খনিজ সম্পদ (উন্নয়ন নিয়ন্ত্রণ) (এমএমডিআর) বিষয়ক আইন যথেষ্ট ভূমিকা রাখবে এই আইনটি দেশটির খনিজ সম্পর্কিত লাইসেন্সপ্রাপ্তি আরো সহজলভ্য করে তুলবে বন্ধ হয়ে যাওয়া খনিগুলোকে সচল করে তুলতে সাহায্য করবে

ভারতের এমএমডিআর আইনটি যদিও আকরিক উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে, তবে আইনের অন্তর্ভুক্ত কয়েকটি রয়্যালটি খাতটির সামগ্রিক উত্তোলন প্রবৃদ্ধি সীমাবদ্ধ করে আনবে ফিচ সলিউশনের তথ্য অনুযায়ী, ২০২৮ সাল নাগাদ দেশটিতে ব্যাবহারিক ধাতুটির উত্তোলন দাঁড়াতে পারে ২৪ কোটি ১০ লাখ টনে চলতি বছর শেষে দেশটিতে মোট ১৩ কোটি টন আকরিক লোহা উত্তোলন হতে পারে সে হিসাবে ২০১৯-২৮ সালের মধ্যে দেশটির আকরিক লোহার বার্ষিক উত্তোলন প্রবৃদ্ধি বাড়বে গড়ে শতাংশ, যা দেশটির বর্তমান প্রবৃদ্ধির তুলনায় যথেষ্ট ঊর্ধ্বমুখী ২০০৯-১৮ সাল অবধি দেশটিতে ধাতব পণ্যটির  বার্ষিক উত্তোলন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন