চলমান শুদ্ধি অভিযান

সওজের ‘দুর্নীতিবাজ’ প্রকৌশলীরা আতঙ্কে

শামীম রাহমান

নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের রায়পুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটির নির্মাণ শেষ হয়েছে মাসখানেক আগে। এর মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে সড়কের ধারও ভেঙে যাচ্ছে।

অনেক সড়ক আবার নির্মাণ চলাকালেই দেবে যাচ্ছে। নির্মাণ শেষ হওয়ার আগে কার্পেটিংও উঠে যাচ্ছে কোনো কোনো সড়কের। আর জাতীয় মহাসড়কের পেভমেন্টের আয়ুষ্কাল থাকার কথা ২০ বছর। কিন্তু এক বছরেই আয়ুষ্কাল হারাচ্ছে নতুন নির্মিত অনেক জাতীয় আঞ্চলিক মহাসড়ক। এজন্য দায়ী ঠিকাদাররা। একইভাবে দায়ী সড়ক জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকৌশলীরাও। তাদের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন ঠিকাদাররা। নিম্নমানের উপকরণে তৈরি এসব সড়ক কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে তা মেরামতে ব্যয় করতে হচ্ছে বড় অংকের অর্থ। এভাবে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করছেন প্রকৌশলীরা।

বিভিন্ন সরকারি সংস্থায় শুদ্ধি অভিযান জোরদারের পর থেকেই আতঙ্কে আছেন সওজের দুর্নীতিবাজ এসব প্রকৌশলী। সংস্থাটির একাধিক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে জানান, সওজের অনেক প্রকৌশলীই দুর্নীতির সঙ্গে জড়িত। কয়েকজন প্রকৌশলী দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়েছেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে তাদের অনেকেই সতর্ক হয়ে গেছেন। আতঙ্কগ্রস্তও হয়ে পড়েছেন কোনো কোনো প্রকৌশলী।

সওজে প্রকৌশলী কর্মকর্তার পদ রয়েছে ৯৯২টি। সংস্থাটির খসড়া গ্রেডেশন তালিকা অনুযায়ী, দায়িত্বরত প্রকৌশলীর (সিভিল) সংখ্যা ৪১৬। যন্ত্র প্রকৌশলী আছেন আরো ৪০ জন।

এসব প্রকৌশলীর অনেকের বিরুদ্ধেই ঘুষসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। গত বছর দুদকের অনুসন্ধানে সরকারি সংস্থাগুলোর মধ্যে সড়ক জনপথ (সওজ) অধিদপ্তর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার পাশাপাশি উন্নয়নকাজে অতিরিক্ত ব্যয় প্রাক্কলন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অনুমতি দেয়ার মাধ্যমে অবৈধভাবে আয় করেন তারা। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমেও অর্থ আত্মসাতের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।

সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থাকাকালে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে মফিজুল ইসলাম রাজখানের বিরুদ্ধে। এর মধ্যে স্ত্রীর নামে কেনেন কোটি ৭০ লাখ টাকার সম্পদ। আরো প্রায় ৮৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এসব অভিযোগে গত আগস্টে স্ত্রীসহ সওজের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন