আওয়ামী লীগ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না, ফেনীতে ওবায়দুল কাদের

বণিক বার্তা অনলাইন

ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নুসরাত হত্যা মামলার রায়ে ১৬ জনের সবার ফাঁসির রায় হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সভাপতিও ছিলেন; তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়নি। সেও ফাঁসির রায় পেয়েছে। এ থেকে প্রমাণ হয় অপরাধী যেই হোক তার নিস্তার নেই।... এ রায় প্রমাণ করে আওয়ামী লীগ বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না।’

আজ শনিবার সকালে ফেনীর মহিপাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মত-বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ফেনীর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, নোয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, ‘ নুসরাত হত্যার রায় যত দ্রুত হয়েছে এটি অবিশ্বাস্য; এটি একটি দৃষ্টান্ত।’

সাবেক সংসদ সদস্য ও ফেনী আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা জয়নাল হাজারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন- এমন গুঞ্জনের বিষয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমার হাত দিয়ে কোন চিঠি পাঠানো হয়নি।’

ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারবেশন তেমন নয়। তারা খালেদার শারিরিক অবস্থা নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন; তারা এ অসুস্থতাকে নিয়ে তারা রাজনৈতিক ইস্যু করে ফায়দা হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দূরাভিসন্ধি রয়েছে। তিনি শুধু বন্দি নন; তিনি একজন দন্ডিত কয়েদি। তিনি মুক্তি পাবেন কি না- সেটা আইনের বিষয়; আদালতের নির্দেশ ছাড়া তাকে মুক্তি দেয়া যাবে না।’

মন্ত্রী বলেন, দু’বছর হয়ে গেল খালেদা কারাগারে। তার মুক্তির জন্য চোখে পড়ার মত কোন আন্দোলন করতে পারেনি বিএনপি। তারা আন্দোলন করে বের করতে পারলে করুক আমার আপত্তি নেই। তারা শুধু হাক-ডাক দিতে পারে। আন্দোলন করতে পারে না। তাদের হাকডাক আষাঢ়ে তর্জন গর্জনের মতো। 

চলমান শুদ্ধি অভিযান নিয়ে মন্ত্রী বলেন, দুনিয়ার ইতিহাসে কোন দেশে দলীয় সরকার তাদের দলের বিরুদ্ধে এ ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে জানা নেই। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা নিজের দলের লোকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল হয়ে রইবে। তিনি প্রমাণ করেছেন অপরাধ করলে নিজের দলেরও কোন ছাড় নেই। দুর্নীতি, মাদক, টেন্ডারবাজি, চাদাবাজিতে যারা জড়িত প্রতেকেই নজরদারিতে আছে। তাদের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে। সবার বিষয়ে তদন্ত হচ্ছে। শুধু ঢাকায় নয়, এটি পুরো দেশেই হবে। 

১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘একজন রাশেদ খান মেননের জন্য ১৪ দল ভাঙতে পারে না। বিষয়টি এখন আলাপ আলোচনার মধ্যে রয়েছে।’

রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের চলে যেতে হবে, আন্তর্জাতিক চাপ বাড়ছে, ক্রমাগত বাড়ছে। চায়না এবং ভারত থেকে চাপ আসছে। সব দিক থেকে মায়ানমার সরকার চাপে রয়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন