ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, এক নারীর মৃত্যু

বণিক বার্তা অনলাইন

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার একটি বহুতল ভবনের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ দুর্ঘটনায় শিশুসহ আহত তিনজনের মধ্যে এক বৃদ্ধা (৬৫) মারা গেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি আরো জানান, আমরা আগুনে আহতের খবর পেয়েছি। তিনজনকে ঢামেক বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে কেউ মারা গেছে এমন তথ্য এখনও মেলেনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় আহত তিনজনের মধ্যে এক বয়স্ক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। তিনি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই আগুনের ধোঁয়ায় অসুস্থ অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন