বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প

অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস। উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নারীদের স্বাস্থ্যসেবা সচেতনতার কথা বিবেচনা করে আয়োজন করেছেফ্রি ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প ২৩ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে আসা বিভিন্ন বয়সের নারীদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবেন স্তন রোগ বিশেষজ্ঞ সার্জন সহকারী অধ্যাপক ডা. মিথিলা কর্মকার; ক্যান্সার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. শারমীন সালাম।

অক্টোবরজুড়ে ক্যাম্পে আসা নারীরা স্বাস্থ্যসেবায় বিশেষ পরীক্ষা ম্যামোগ্রাফিসহ সব পরীক্ষায় পাবেন ৩৫ শতাংশ ছাড়। পরীক্ষার মাধ্যমে স্তনে সূক্ষ্ম কোনো টিউমার থাকলেও তা নির্ণয় করা সম্ভব।

বিষয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, সামাজিক দায়বদ্ধতা হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। প্রতি বছর অক্টোবরে হাসপাতাল সচেতনতামূলক বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করে আসছে। নারীদের স্বাস্থ্য ঝুঁকিতে মুহূর্তে শীর্ষে রয়েছে স্তন ক্যান্সার।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন