ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মিরসরাই অংশে চালু হলো অ্যালকোহল ডিটেক্টর

বণিক বার্তা প্রতিনিধি মিরসরাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে মাদক সেবন করে গাড়ি চালানো রোধে গতকাল একটি অ্যালকোহল ডিটেক্টর উদ্বোধন করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। মহাসড়কের   সোনাপাহাড় এলাকায় সকাল ১০টায় অ্যালকোহল ডিটেক্টরটির কার্যক্রমের উদ্বোধন করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল সরকার।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল সরকার বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে মহাসড়কে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কোনো চালক অ্যালকোহল গ্রহণ করেছেন কিনা, তা অ্যালকোহল ডিটেক্টর দিয়ে জানা যাবে মাত্র ৪ সেকেন্ডেই। ফলে কেউ মদ্যপান করে গাড়ি চালালে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন