ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মিরসরাই অংশে চালু হলো অ্যালকোহল ডিটেক্টর

প্রকাশ: অক্টোবর ১৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি মিরসরাই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে মাদক সেবন করে গাড়ি চালানো রোধে গতকাল একটি অ্যালকোহল ডিটেক্টর উদ্বোধন করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। মহাসড়কের   সোনাপাহাড় এলাকায় সকাল ১০টায় অ্যালকোহল ডিটেক্টরটির কার্যক্রমের উদ্বোধন করেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল সরকার।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল সরকার বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে মহাসড়কে এ পদক্ষেপ নেয়া হয়েছে। কোনো চালক অ্যালকোহল গ্রহণ করেছেন কিনা, তা অ্যালকোহল ডিটেক্টর দিয়ে জানা যাবে মাত্র ৪ সেকেন্ডেই। ফলে কেউ মদ্যপান করে গাড়ি চালালে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫