ফরচুনের তালিকায় দুই ভারতীয় তরুণ

বণিক বার্তা ডেস্ক

 চল্লিশের কম বয়সী সবচেয়ে প্রভাব বিস্তারকারী অনুপ্রেরণা সৃষ্টিকারী ব্যক্তির মধ্যে মার্কিন ম্যাগাজিন ফরচুন পরিচালিত সমীক্ষায় ৪০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন দুই ভারতীয় তরুণ খবর এনডিটিভি

ফরচুনের ২০১৯ সালের ফরটি আন্ডার ফরটি সমীক্ষায় স্থান করে নেয়া দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণ হলেন ইন্টেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার এআই ল্যাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট অর্জুন বনসাল ফ্যাশন প্লাটফর্ম জিলিনগোর প্রধান নির্বাহী কর্মকর্তা সহকারী প্রতিষ্ঠাতা আনকিতি বোস প্রতি বছর ব্যবসায় সবচেয়ে প্রভাবশালী তরুণদের তালিকা প্রকাশ করে ফরচুন ৩৫ বছর বয়সী বনসালের ঝুলিতে এখনো অনেক কিছু রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ম্যাগাজিনটির প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল পোল্যান্ডে বনসালের প্রায় ১০০ কর্মী রয়েছে

অন্যদিকে ২৭ বছর বয়সী বোস চার বছর ধরে সিঙ্গাপুরভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি পরিচালনা করছেন ব্যাংককের ছ্যাতুচ্যাক বাজার পরিদর্শন করার পর তিনি ব্যবসায় উদ্বুদ্ধ হন ওখানকার ব্যবসায়ীদের অনলাইনে পণ্য বিক্রির কোনো সহজ ব্যবস্থা নেই, কথা বুঝতে পেরে তিনি ওই উদ্যোগে হাত দেন বলে উল্লেখ করা হয়েছে ফরচুনের প্রতিবেদনে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন