যশোরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

দুজনের ১০ বছরের দণ্ড

বণিক বার্তা প্রতিনিধি যশোর

যশোরে পৃথক অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে গতকাল আলাদা রায়ে জেলা দায়রা জজ স্পেশাল ট্রাইব্যুনাল--এর বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক শেখ ফারুক হোসেন রায় ঘোষণা করেন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম ফজলুর রহমান তিনি গাজীপুর জয়দেবপুর থানার ভাওয়াল মির্জাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এছাড়া ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের শার্শার গোড়পাড়া বনমান্দার গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আলী হোসেন ঝিকরগাছার কানাইরালি গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ মে রাতে কোতোয়ালি থানা পুলিশ চাঁচড়া চেকপোস্ট এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল রাত ৯টার দিকে যশোরগামী একটি প্রাইভেট কারে তল্লাশি করে বিদেশী রিভলবার ২২ বোতল ফেনসিডিলসহ ফজলুর রহমানকে আটক করে ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র চোরাচালান দমন আইনে পৃথক মামলা করেন এসআই খবির হোসেন মামলার তদন্ত শেষে ওই বছরের ১১ জুন ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই রোকিবুজ্জামান

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সাজাপ্রাপ্ত ফজলুর রহমান পলাতক রয়েছেন

২০১৭ সালের ২৩ জুলাই আলী হোসেন সোহেল রানার কাছ থেকে একটি করে শাটার গান এক রাউন্ড করে গুলি উদ্ধার করে পুলিশ ঘটনায় আলী হোসেন সোহেল রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় দীর্ঘ শুনানি সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন