এআই মডেল তৈরিতে হুয়াওয়ের চিপ ব্যবহার করবে বাইটড্যান্স

ছবি : সংগৃহীত

হুয়াওয়ের চিপ ব্যবহার করে একটি এআই মডেল তৈরির পরিকল্পনা করছে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স। নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানান, বাইটড্যান্স এ বছর হুয়াওয়ের কাছ থেকে এক লাখ ৯১০বি অ্যাসেন্ড চিপ অর্ডার করেছে এবং এখন পর্যন্ত তারা ৩০ হাজার চিপ পেয়েছে। চিপগুলো এনভিডিয়ার এ১০০ চিপের তুলনায় পারফরম্যান্স ও দক্ষতায় উন্নত। তবে বাইটড্যান্স এখনো চিপ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি। খবর এনগ্যাজেট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন