সাতক্ষীরায় গুঁড়া হলুদের দাম কমেছে কেজিতে ৫০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

সাতক্ষীরায় দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি গুঁড়া হলুদের দাম অন্তত ৫০ টাকা কমেছে। ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের বৃহৎ মোকাম সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিপণন প্রতিষ্ঠান ঘুরে তথ্য জানা গেছে।

বাজারের মেসার্স ঠাকুর স্টোরে গতকাল প্রতি কেজি গুঁড়া হলুদ বিক্রি হয়েছে ৩০০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ৩৫০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র বলেন, ‘বাজারে সরবরাহ বাড়ায় গুঁড়া হলুদের দাম কিছুটা কমেছে।

এদিকে ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি বেড়েছে ১৫০ টনের ওপরে। ব্যবসায়ী আমদানিকারকরা জানান, বাজারে বাড়তি চাহিদা থাকায় শুকনা হলুদ আমদানি বাড়ানো হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে হাজার ৩২৯ টন, যার মূল্য ছিল ১২১ কোটি ৮২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয় হাজার ১৭৭ টন, যার মূল্য ছিল ৮৯ কোটি ৯৪ লাখ টাকা। হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মসলাপণ্যটির আমদানি বেড়েছে ১৫২ টন।

অন্যদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, গত মৌসুমে জেলায় হাজার ১০ টন হলুদ উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে ৭০০ হেক্টর জমিতে হলুদ আবাদ হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন