ইউনূস-মোদি বৈঠক হতে পারে নভেম্বরে —পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামী নভেম্বরে বৈঠক হতে পারে। গতকাল এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনটি গত ৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়। আগামী মাসে থাইল্যান্ডে এ সম্মেলন হওয়ার কথা। সেখানে পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। 

অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির সম্ভাব্য বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাৎক্ষণিকভাবে (জাতিসংঘ অধিবেশনে) সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্ক পৌঁছেছেন, তার আগের দিনই চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী। কমনওয়েলথ মিটিংয়েও কোনো সুযোগ সৃষ্টি হবে না। কারণ ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাবেন না। তিনি যাবেন ব্রিকসে। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার যাবেন না। হয়তো (সাক্ষাতের) একটা সম্ভাবনা আছে, আমরা কথা বলেছি, হয়তো আগামী মাসে বিমসটেক সম্মেলন যখন হবে, এখনো তারিখ হয়নি, সম্ভাবনা আছে যে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুপক্ষের মধ্যে আলাপ-আলোচনা হতে পারে।’ 

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় তৌহিদ হোসেনের। গতকালের ব্রিফিংয়ে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। আমরা একমত যে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন