রয়টার্সকে সাক্ষাৎকার

বাংলাদেশের সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা চান সজীব ওয়াজেদ

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, সেনাপ্রধান ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সন্তুষ্ট, যদিও এটি প্রত্যাশার চেয়ে দেরিতে এসেছে। তিনি সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব’। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

এর আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘এক থেকে দেড় বছরের মধ্যে দেশের গণতান্ত্রিক উত্তর হওয়া উচিৎ।’ এর প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ বলেন, ‘এখন আমাদের কাছে প্রত্যাশিত একটি সময়সীমা আছে শুনে আমি খুশি।’

তিনি আরো বলেন, ‘আমরা এর আগে দেখেছি যে অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপর পরিস্থিতি আরো খারাপ হয়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন