জাতিসংঘ অধিবেশনে গুতেরেস

আমরা বিশ্বকে এভাবে চলতে দিতে পারি না

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

বিশ্বনেতাদের উদ্দেশ করে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বিশ্বের অবস্থা ভালো নয়। আমরা এভাবে চলতে দিতে পারি না। কিছু সরকার নিজেদের দায়মুক্ত মনে করে, যা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকভাবে অসহনীয়।’

নিউইয়র্কে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের শুরুতে তিনি এ কথা বলেন। খবর ভয়েস অব আমেরিকা। 

ইউক্রেন ও গাজার যুদ্ধ এবং হর্ন অব আফ্রিকাসহ নানা স্থানের সংঘাতের কথা উল্লেখ করেন গুতেরেস। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে পদদলিত করে যারা সংঘাতের মাধ্যমে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করছেন, তাদের তিরস্কারও করেন মহাসচিব।

তিনি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। গুতেরেস জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, উন্নয়নের চ্যালেঞ্জ ও জাতিসংঘসহ পুরনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এবারের অধিবেশনে ১৯৪ বক্তার মধ্যে ৭৬ জন রাষ্ট্রপ্রধান ও ৪২ জন প্রধানমন্ত্রী, যাদের মধ্যে মাত্র ১৯ জন নারী। গুতেরেস পরিষদকে বলেন, ‘‌লিঙ্গ সমতা নিয়ে বছরের পর বছর ধরে কথা বলার পরও এমন অবস্থা অগ্রহণযোগ্য।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন