গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়। গতকাল ছাত্রশক্তির একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতান্ত্রিক ছাত্রশক্তির বেশ কয়েকজন নেতা ছিলেন সামনের সারিতে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও রয়েছেন। 

শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত বছরের ৪ অক্টোবর যাত্রা করে গণতান্ত্রিক ছাত্রশক্তি। নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। কিন্তু এক বছর না পেরোতেই সংগঠনটির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। 

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার, যিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। সংগঠনের কার্যক্রম স্থগিত করার বিষয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির লক্ষ্য-উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়ন হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরেই ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম। সরকার পতনের পর ৯ বা ১০ আগস্ট আমরা এ বিষয়ে সিদ্ধান্তও নিয়েছিলাম। অবশেষে শুক্রবার ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করা হলো। এর পেছনে আসলে বিশেষ কোনো কারণ নেই।’

ছাত্রশক্তির রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ নিয়ে আলোচনা চলছে। আমরা ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না। আমরা চাই ছাত্র সংসদভিত্তিক গঠনমূলক রাজনীতি।’

এ বিষয়ে আখতার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমাদের মধ্য থেকে দুজন উপদেষ্টা হয়েছেন এবং ছাত্ররাজনীতির রূপরেখা কেমন হবে তা নিয়ে ক্যাম্পাস, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের মধ্যে একধরনের অস্পষ্টতা দেখা দিয়েছে। নীতিনির্ধারণের বিষয়েও নতুন অনেক কিছু তৈরি হয়েছে। এসব কারণেই আমরা ছাত্রশক্তির সব কমিটি ভেঙে কার্যক্রম স্থগিত করেছি।’ 

সরকার পতনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি অংশ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশ বলছে, ছাত্ররাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন