ফেনী ও বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ফেনীর দাগনভূঁইয়ায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক নারী প্রাণ হারিয়েছেন। গতকাল সকাল ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামে একটি ইজিবাইককে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও  ট্রাক পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর হোসেন কাজী মারা যান। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় ইজিবাইকচালক গৌরনদী উপজেলার হেলাল শরিফ মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করেন।

আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে ফেনীর দাগনভূঁইয়ায় পণ্যবাহী ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার মাতুভূঞাঁ ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার (৩৫) উপজেলার মাতুভূঞাঁ ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী-মাইজদী আঞ্চলিক সড়কের দাগনভূঞাঁ উপজেলার মাতুভূঞাঁ সেতুসংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি পণ্যবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর ওই গাড়িটি হাইড্রোলিক জগের ওপর তুলে মেরামতের কাজ চলছিল। এ সময় রুমা আক্তার বিকল হওয়া ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রাকটি হেলে পড়লে চাপা পড়ে আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন