বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড

নিজস্ব প্রতিবেদক

ছবি: হ্যাকড হওয়ার পর ছাত্রলীগের ওয়েবসাইট

বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকড হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে সংগঠনটির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড হয়।

সংগঠনটির কেন্দ্রীয় ওয়েবসাইট bsl.org.bd তে প্রবেশ করলে ওয়েবসাইটের ওপরে Hacked by THE RESISTANCE দেখানো হচ্ছে। হ্যাকাররা Operation HuntDown নামে একটি অনলাইন অভিযানের মাধ্যমে সংগঠনটির পেইজ হ্যাক করেন।

ছাত্রলীগের ওয়েবসাইটে প্রবেশ করলে ছাত্রলীগের কোনো তথ্য দেখানোর পরিবর্তে ছাত্রলীগের কিছু নেতাকর্মী, একজন পুলিশ সদস্য ও কুকুরের ছবি দেখানো হয়। পাশাপাশি লেখা হয়, IT'S NOT A PROTEST ANYMORE, IT'S A WAR NOW.

এছাড়াও লেখা হয়, সাহসী শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ আন্দোলন সরকার ও তার দলবলের দ্বারা হিংস্রতা ও হত্যাযজ্ঞে রূপ নিয়েছে। এখন এ আন্দোলন সাধারণ কোনো আন্দোলন নয় এটি বিচার, স্বাধীনতা এবং আমাদের ভবিষ্যতের জন্য যুদ্ধ।

ওয়েবসাইটটিতে ঢুকলে এছাড়াও কিছুক্ষণ পর একটি লিংকের মাধ্যমে টেলিগ্রামে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের 'Operation HuntDown' গ্রুপের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন