ইরানে আকরিক লোহা উৎপাদন বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ইরানে আকরিক লোহা উৎপাদন বেড়েছে। ইরানি ক্যালেন্ডার বর্ষের প্রথম দুই মাসে (মার্চ ২০-মে ২০) ঘনীভূত আকরিক লোহা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানিয়ান স্টিল প্রডিউসার অ্যাসোসিয়েশন (আইএসপিএ)। খবর হেলেনিক শিপিং নিউজ।

আইএসপিএর প্রতিবেদন অনুযায়ী, চলতি ক্যালেন্ডার বর্ষের প্রথম দুই মাসে ইরান ১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টন ঘনীভূত আকরিক লোহা উৎপাদন করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ কোটি ১৩ লাখ ৬০ হাজার টন।

এছাড়া গত ক্যালেন্ডার বর্ষের প্রথম দুই মাসে ইরান ৬৭ লাখ ২৩ হাজার টন স্পঞ্জ আয়রন প্যালেট উৎপাদন করেছে। চলতি ক্যালেন্ডার বর্ষে তা ১৪ শতাংশ বেড়ে ৭৬ লাখ ৬৪ হাজার টনে পৌঁছেছে।

একই সময়ে দেশটি আকরিক লোহার প্যালেট উৎপাদন করেছে ১ কোটি ২৫ লাখ ১৩ হাজার টন, যা গত বছরের এপ্রিল ও মে মাসের ১ কোটি ১৭ লাখ ১৯ হাজার টনের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি।

ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণ আকরিক লোহা। নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ এ উপাদানের দশম শীর্ষ উৎপাদনকারী দেশ ইরান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন