সমাজে বৈষম্য আছে, শিল্পে নয়

ফিচার ডেস্ক

ছবি: ইন্ডিয়া টুডে

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বহুমুখী চরিত্রে অভিনয় করে নিজের প্রজন্মের ভারতীয় অভিনেতাদের সেরা একজনে পরিণত হয়েছেন। চেহারা বা গ্ল্যামার নয়, নওয়াজের ক্ষেত্রে অভিনয় ও শিল্পই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি বিশ্বাস করতে শুরু করেছেন মানুষ তাকে আকর্ষণীয় বলে মনে করে না। এছাড়া অভিনয়জগতে এসে বলিউডে বর্ণবাদ এবং নানা অন্যায় আচরণের মুখোমুখি হওয়ার কথাও প্রকাশ করেছেন তিনি। ফলে নওয়াজ এখন বিশ্বাস করেন তিনি হয়তো বলিউডের সবচেয়ে কুৎসিত দর্শন (তথাকথিত) তারকা।

সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘জানি না আমার চেহারা নিয়ে কিছু মানুষের কী সমস্যা। আমার চেহারাই এমন অসুন্দর। আমি নিজেকে যখন আয়নায় দেখি আমারও তাই মনে হয়। আমিও নিজেকে বলি কেন এত অসুন্দর চেহারা নিয়ে আমি বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছি?’

নওয়াজ আরো যোগ করেছেন, ‘আমি শারীরিকভাবে দেখতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কুৎসিত অভিনেতা। এটা বিশ্বাসও করি। কারণ এখানে আসার শুরু থেকেই আমি এটি শুনছি এবং এখন ধীরে ধীরে আমি এটা বিশ্বাসও করি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

কেন অভিযোগ নেই তার উত্তরও নওয়াজের কথায় আছে। এ অভিনেতার ভাষ্যমতে, ইন্ডাস্ট্রিতে বৈষম্য থাকলেও তিনি ভালো কাজ পেয়ে যাচ্ছেন। এ নিয়ে তিনি বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এখন আমার কোনো অভিযোগ নেই। আমি সব পরিচালককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে দারুণ সব চরিত্রে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনার ভেতর যদি একটুও প্রতিভা থাকে, তাহলে শিল্প আপনাকে অনেক কিছু দেবে। সমাজে বৈষম্য আছে, কিন্তু শিল্পে নয়।’

সম্প্রতিক একটি সাক্ষাৎকারে নওয়াজের গ্যাংস অব ওয়াসিপুরের পরিচালক অনুরাগ কাশ্যপও এ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ‌এমন অনেকেই আছেন যারা এ শিল্পমনা মানুষকে সম্মান করে না৷। তবে বিভিন্ন বাধার পরও থেমে নেই গুণী অভিনেতা নওয়াজউদ্দিনের কাজ। একের পর এক সুপারহিট সিনেমা, ওয়েব সিরিজ করেই চলেছেন। নওয়াজ অভিনীত রাউতু কা রাজ সিনেমা মুক্তি পেয়েছে গত ২৮ জুন। সিনেমাটি দর্শকের প্রশংসা পাচ্ছে। 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন