শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় অংশীজনদের সভা

বণিক বার্তা অনলাইন

ছবি : সোনালী ব্যাংক

শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় অংশীজনদের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল ম্যানেজমেন্ট কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম। যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। সভায় অন্যান্যের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা ছাড়াও অংশীজনরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন