দ্রুত সময়ের মধ্যে অর্থ ফেরত চায় মালয়েশিয়াগামী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

‘মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে এজেন্সিগুলো যে অর্থ নিয়েছে তা দ্রুত সময়ের মধ্যে ফেরত দিতে হবে। এর পাশাপাশি যাদের কারণে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারেনি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।’

মঙ্গলবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে মালয়েশিয়াগামী কর্মীদের এক বিক্ষোভ সমাবেশে কর্মীরা এ দাবি জানান। এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। 

এ সময় কর্মীরা বলেন, মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে রিক্রুটিং এজেন্সিগুলো আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন তারা বলছে আমাদের মালয়েশিয়া পাঠাতে পারবে না। তাহলে কেন আমাদের কাছ থেকে টাকা নিল।

কর্মীরা আরো বলেন, আমরা এ অর্থ ফেরত চাই। খুব দ্রুত আমাদের অর্থ ফেরত দিতে হবে। শুধু অর্থ ফেরত দিলেই হবে না, আমাদের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের গ্রেফতার করতে হবে।

বিক্ষোভ সমাবেশে মালয়েশিয়া যেতে না পারা এক কর্মী বলেন, ‘মালয়েশিয়া যেতে সরকার ৭৯ হাজার টাকা নির্ধারণ করেছিল। কিন্তু আমরা কেউ ৫-৬ লাখের কম দিতে পারিনি। আমরা যখনই বলেছি যে এত টাকা কেন লাগবে তখনই রিক্রুটিং এজেন্সি বলেছে এত টাকা দিয়ে যেতে পারলে যাও নইলে যেয়ো না। আমাদের জিম্মি করে তারা টাকা নিয়েছে। আমাকে ২৭ তারিখ থেকে শুধু ঘুরিয়েছে। শুধু বলছে আজকেই ফ্লাইট। কিন্তু শেষ দিন পার হয়ে গেলেও আমি ফ্লাইট পাইনি।’

আরেক কর্মী কুষ্টিয়ার আকাশ আহমেদ বলেন, ‘রিক্রুটিং এজেন্সিগুলো শেষ সময়ে সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়িয়েছে। এজন্য আমাদের থেকেও আরো ১-২ লাখ টাকা বেশি নিয়েছে। তবুও নির্ধারিত সময়ের মধ্যে আমাদের পাঠাতে পারেনি। দূঃখের বিষয় এক সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

সমাবেশে চার সংসদ সদস্য বেনজীর আহমেদ, লোটাস কামাল, নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরী আদম ব্যবসার সিন্ডিকেট করে কোটি কোটি হাতিয়ে নিচ্ছে দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন,"এদের একজন নিজাম উদ্দিন হাজারীর বাসায় গিয়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের কেক কাটেন এবং নিজাম হাজারী তার সহযোগী। তারা সবাই মিলে আদম ব্যবসার সিন্ডিকেট করে মালয়েশিয়াগামী শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এ সরকার দাবি করে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিন্তু তারাই দুনীতিবাজদের সঙ্গে মিলেমিশে আছে। আমরা দেখতে চাই আওয়ামী লীগ সরকার এ চার আদম ব্যবসায়ীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।"

সমাবেশ শেষে কর্মীরা প্রেসক্লাব হয়ে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন