ভারত-পাকিস্তান টি-২০ ম্যাচে নিরাপত্তা বৃদ্ধি

বণিক বার্তা অনলাইন

ছবি : এপি
Default Image

ভারত-পাকিস্তান টি-২০ ম্যাচের নিরাপত্তা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ আয়োজিত হবে। নিউ ইয়র্কের এইসেনহাওয়ার পার্কে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। খবর ইএসপিএন ও এই সময়।

তবে এ হামলার আশঙ্কা নিয়ে নিউ ইয়র্কের গর্ভনর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এমন কোনো হুমকি পায়নি যাতে সাধারণ মানুষের আশঙ্কা থাকে।

বিশ্বের যে প্রান্তেই ভারত-পাকিস্তান ম্যাচ হোক না কেন, সবসময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। যে দেশই ম্যাচ আয়োজন করুক তাদের বাড়তি সতর্ক হতে হয়। এবার নিউ ইয়র্কে দুই দলের ম্যাচের আগে ‘লোন উলফ অ্যাটাক’ নামে একটি সংগঠন হামলার হুঁশিয়ারি দিয়েছে। যার পর বাড়ানো হয়েছে নিউ ইয়র্কের নিরাপত্তা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন