টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা

বণিক বার্তা অনলাইন

ছবি : টুইটার থেকে

প্রতিকূল আবহাওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়াম ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ শঙ্কা তৈরি হয়। স্থানীয় সময় শনিবার (১ জুন) সন্ধ্যায় এ স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহাওয়া বিষয়ক একাধিক ওয়েবসাইট জানিয়েছে, সে সময় বজ্রপাতসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪২ শতাংশ। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৩৮ শতাংশের বেশি। একইসঙ্গে ঝোড়ো বাতাসের উপস্থিতি থাকার সম্ভাবনা আছে।

এদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ঝড়ের তোপে স্টেডিয়ামের বড় স্ক্রিন ভেঙে গিয়েছে। আবহাওয়ার এমন নাজুক অবস্থায় মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন