সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহত

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

ফাইল ছবি

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহত হয়েছেন। শ্যামনগর উপজেলা সদর ও কলারোয়াতে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন মাদ্রাসা শিক্ষিকা হেলেনা পারভীন। তিনি কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও সাতমাইল মাদ্রাসার শিক্ষিকা। অপরজন শ্যামনগর উপজেলার জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে পলাশ আউলিয়া (২০)। তিনি উপজেলার নওয়াবেশী কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৫ মে) সকাল ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয় কলেজছাত্র পলাশ আউলিয়া। এক পর্যায়ে উপজেলা সদরের নওয়াবেকী সড়কের জামান ইটভাটা এলাকায় পৌঁছলে সামনে থেকে একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এর আগে শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে স্বামীর মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার সময় কলারোয়া উপজেলার হেলতলা ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছলে সাতক্ষীরাগামী একটি পরিবহন তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মাদ্রাসা শিক্ষিকা নিহত হন। পুলিশ উভয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন