সেনোরা’র আয়োজনে ‘‌ঢাকা উইমেনস ম্যারাথন ২০২৪’ অনুষ্ঠিত

বণিক বার্তা ডেস্ক

ছবি: সেনোরা

সম্প্রতি সেনোরা লং ঢাকা উইমেনস ম্যারাথন ২০২৪অনুষ্ঠিত হয়েছে। দেশের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড, সেনোরা লংয়ের স্পন্সরে এটি অনুষ্ঠিত  হয়েছে । গত বছরে ঢাকা উইমেনস ম্যারাথন এই জোনের দীর্ঘতম নারী ম্যারাথন।

ম্যারাথনটি শুরু হয়েছে ২৪ মে সকাল সাড়ে ৫টায়। ইভেন্টটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতাটি হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয়ে শেষ হয়েছে পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে।- বিজ্ঞপ্তি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন