মাউন্ট ফুজির ছবি তুলতে গিয়ে বাধায় পড়ছেন পর্যটকরা

ছবি : রয়টার্স

জাপানের ফুজি পর্বতকে পেছনে রেখে সেখানকার একটি দোকানের সামনে ছবি তোলা সম্প্রতি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাসিন্দাদের অসন্তোষের মুখে জায়গাটিতে পর্দা টাঙিয়ে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। কারণ ছবি তুলতে গিয়ে যানজট বাঁধিয়ে দিচ্ছিলেন দেশী-বিদেশী পর্যটকরা। ভালো ছবি পেতে স্থানীয়দের বাড়ি বাগানে ঢুকে পড়ছেন তারা। এতে বসবাসের পরিবেশই বিঘ্ন হচ্ছে না, জাপানিদের জীবনযাত্রা পরিবহন ব্যয় বাড়ছে। জনসমাগম সীমিত করতে চলতি সপ্তাহে ফুজি পর্বতে আরোহণের ফি বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। এছাড়া আরোহণের ক্ষেত্রে অনলাইন নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে দেশটির অন্যান্য স্থান ঘুরে দেখতে পর্যটকদের উৎসাহিত করা হচ্ছে। কভিড-১৯ মহামারীর কারণে ভিড় কমার পর সাম্প্রতিক সময়ে জাপানে পর্যটকের ঢল নেমেছে। ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম পড়ে যাওয়ায় দেশটিতে ভ্রমণ ব্যয়ও কমেছে। ফলে সূর্যোদয়ের দেশ ঘুরে দেখতে আরো বেশি আগ্রহী হয়ে উঠছেন পর্যটকরা। সরকারি হিসাবমতে, চলতি বছরের শুরুতেই প্রায় কোটি ১৬ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। করোনার আগে চীন, দক্ষিণ কোরিয়া তাইওয়ানের পর্যটকরাই বেশি জাপানে আসতেন। বর্তমানে সে তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ফিলিপাইনের পর্যটকরা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস ছবি রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন