ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হবে ২৮ জুন

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ইরানে আগামী ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল দেশটির আইন, বিচার ও নির্বাহী বিভাগের প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে দেশটিতে এ আগাম নির্বাচন হতে যাচ্ছে।  

এদিকে কী কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। রাশিয়া মনে করে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘পরোক্ষ’ দায় রয়েছে।

রোববার সকালে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করতে পূর্ব আজারবাইজান প্রদেশে যান রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সফরসঙ্গীরা। এর মধ্যে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ভারজাকান অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে আট আরোহীর সবাই মারা যান। নিহতদের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও রয়েছেন। 

ইরানের সংবিধানের ১৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় কোনো প্রেসিডেন্টের মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন। এ আইনবলে ৬৮ বছর বয়সী মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আইন অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে হয়। এ অবস্থায় ২৮ জুন ১৪তম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় সরকার।  

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। ১২-২৭ জুন পর্যন্ত চলবে নির্বাচনী প্রচার। এদিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, একজন সামরিক কমান্ডারের নেতৃত্বে তদন্ত হবে। তদন্ত দলের সদস্যরা শিগগিরই ঘটনাস্থলে যাবেন।

ইরান জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর তারা যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েও পায়নি। এর প্রতিক্রিয়ায় গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘তেহরান আমাদের কাছে সহায়তা চেয়েছিল। আমরা তাদের পরিষ্কার জানিয়েছি যে আমরা সহায়তা দিতাম, যেটা বিদেশী যেকোনো সরকারকে আমরা দিয়ে থাকি। কিন্তু কারিগরি সীমাবদ্ধতার কারণে আমরা শেষ পর্যন্ত তাদের সহায়তা দিতে পারিনি।’

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের দায় আছে বলে মনে করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন