ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

সরবরাহ নিয়ে উদ্বেগ এবং চীনে চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় জাপানি রাবারের দাম বেড়েছে ছবি: রয়টার্স

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম আবার বেড়েছে। গত এক মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে এ পণ্যের দাম। সরবরাহ নিয়ে উদ্বেগ এবং চীনে চাহিদা বৃদ্ধির প্রত্যাশা রাবারের দাম বাড়ার পেছনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। 

বুধবার ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) অক্টোবরের সরবরাহ চুক্তিতে জাপানি রাবারের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩১৭ দশমিক ২ ইয়েন (২ ডলার ৩ সেন্ট) হয়েছে, যা গত ১১ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। তবে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে রাবারের দাম দশমিক ২৪ শতাংশ বা ৩৫ ইয়ান কমেছে। প্রতি টনে ১৪ হাজার ৪৩০ ইউয়ানে (১ হাজার ৯৯৭ ডলার ৬২ সেন্ট) কেনাবেচা হয়েছে। 

এদিকে উৎপাদক দেশগুলোয় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া ও দীর্ঘস্থায়ী গ্রীষ্মকালের কারণে রাবারের উৎপাদন কমে যেতে পারে বলে জানিয়েছেন ভারতভিত্তিক বিশ্লেষক ফার্ম হোয়াট নেক্সট রাবার মিডিয়া ইন্টারন্যাশনালের প্রধান বিশ্লেষক জম জ্যাকব। উৎপাদন কমে গেলে রফতানির ক্ষেত্রে রাবার সরবরাহ সংকটে পড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন