জুলাই-মার্চ

বসুন্ধরা পেপারের মুনাফা কমেছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ মুদ্রণ খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুনাফা কমেছে ২০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ২৬ পয়সা। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ২৭ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে বসুন্ধরা পেপার মিলস পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৯২ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৭৭ টাকা ৫৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদেডাবল ওয়ান স্বল্পমেয়াদেএসটি-টু বছরের ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাংক দায় রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বসুন্ধরা পেপার মিলসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৭৩ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে হাজার ১৫ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৪৪১। এর মধ্যে ৭০ দশমিক ৮৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ২১ দশমিক ৩৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৬০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৫৬ টাকা ৭০ পয়সা থেকে ৯০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন