ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমানের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিকুর রহমান আতিক (৪৮) আর নেই। গতকাল ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি...রাজিউন)। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ১২ এপ্রিল তিনি নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি হন। গত ১৫ এপ্রিল তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সর্বশেষ হাসপাতালটির পোস্ট অপারেটিভে ছিলেন।

আতিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৬ সালে দৈনিক আল আমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতার হাতেখড়ি। এরপর দৈনিক মানবজমিন, সাপ্তাহিক অন্বেষা, দিনের শেষে, দৈনিক আজকালের খবর ও সর্বশেষ ভোরের কাগজে কাজ করেছেন। 

১৯৭৬ সালের ১২ নভেম্বর টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী ইউনিয়নের গারাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন আতিকুর রহমান। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন