জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

তরুণ জলবায়ুকর্মীদের আয়োজনে রংপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্লাইমেট স্ট্রাইক বা জলবায়ু ধর্মঘট। ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে জলবায়ু সুরক্ষায় নবায়নযোগ্য শক্তির উল্লেখযোগ্য সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিপূরণ চাই, ঋণ নয় জলবায়ু সুবিচার; দূষিত বায়ু কমাচ্ছে আয়ু, বাঁচাও পরিবেশ, বাঁচাও বাংলাদেশ; বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার; আই অ্যাম নো ফসিল ফুল; লাইফ ইন প্লাস্টিক ইজ নট ফ্যান্টাস্টিক; সেইভ মি, দেয়ার ইজ নো প্লানেট বি; সিস্টেম চেঞ্জ, নট ক্লাইমেট চেঞ্জ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তরুণরা। 

শুক্রবার (১৯ এপ্রিল) রংপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ আপ ফর টুমরোর ৪০ জন তরুণ জলবায়ু যোদ্ধা।

বিক্ষোভকারীরা বলেন, প্রতিনিয়ত পৃথিবীতে নিজেদের রাজত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত ক্ষমতাসীন দেশগুলো, যাদের কর্মফলের দায়ে ভুক্তভোগী বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো, জলবায়ু দূষণের বিরুদ্ধে যাদের ভুমিকা সীমিত। বৈশ্বিক উষ্ণায়ন ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে, প্রতি বছর বিশ্বনেতারা এ সংকট কাটাতে একাধিকবার বৈঠকে সচেতনতার বার্তা দিলেও তার যথাযথ প্রয়োগে যথোপযুক্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আয়োজক সংগঠন স্টেপ আপ ফর টুমরোর স্বেচ্ছাসেবী নাহিদা সুলতানা মনি বলেন,  আমাদের সংগঠন চারটি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জলবায়ু ন্যায্যতা ও অধিকার, নারী ও শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য এবং ইয়ুথ ডেভেলপমেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন