বিআইডিএসের সেমিনারে বক্তারা

মানুষের প্রচণ্ড মনোবলের কারণেই মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধে বিজয়ী হওয়ার মতো সামরিক সক্ষমতা না থাকলেও এ দেশের মানুষের প্রচণ্ড মনোবলের কারণেই মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ের বিআইডিএস সম্মেলন কক্ষে গতকাল এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ‘একাত্তরের মুক্তিযুদ্ধ: স্মৃতিতে ও ইতিহাসে’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। তিনি বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধটা চাপিয়ে দেয়া যুদ্ধ ছিল। তার পরও মানুষের তীব্র মনোবল আমাদের বিজয় এনে দিয়েছে।’

কাজী সাজ্জাদ আলী জহির বলেন, ‘আমাদের বিফলতা অনেক, সফলতা কম। কিন্তু বিফলতা থাকলেই তো সফলতা আসবে। পাওয়ার এলিট পরিবর্তন হলে একটু ভালো হতো। আমি মনে করি, আমাদের একদল উদ্যমী তরুণ প্রজন্ম এসেছে। এখনো যদি কোনো যুদ্ধ লেগে যায় তাহলে তারা আবারো প্রাণ দিতে প্রস্তুত।’ 

বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে প্রধান লক্ষ্যবস্তু ছিল দুটি—নিম্নবর্গের হিন্দু ও আওয়ামী লীগের লোকজন। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রে বিভিন্ন অঞ্চলের স্মৃতিকথায় উঠে এসেছে অন্যান্য মানুষের ওপর বয়ে যাওয়া হামলার কথা।’ এ সময় তানভীর মোকাম্মেলের জীবনঢুলীসহ বিভিন্ন চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হয়। 

তানভীর মোকাম্মেল বলেন, ‘আমরা শিল্পী। আমাদের কাজ না বলা গল্পগুলো সামনে নিয়ে আসা। জীবনঢুলীতে নিম্নবর্ণের হিন্দুদের নিয়ে কাজ করেছি।’ 

সেমিনারে এই নির্মাতার ১৯৭১ শীর্ষক প্রামাণ্যচিত্রটিও তুলে ধরা হয়। এতে দেখানো হয়েছে, নারীদের নির্যাতন করে তাদের হত্যা করা হয়। আর যাদের হত্যা করা হয়নি তাদেরকে আর তাদের পরিবার গ্রহণ করেনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন