চট্টগ্রামে ইনোভেশন শোকেসিং মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

ছবি: বণিক বার্তা।

চট্টগ্রামে ইনোভেশন শোকেসিং মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মেলায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন স্কুল শিক্ষা অফিসের কর্মীরা। পাইলটিং এই কার্যক্রমটি সফল হলে আগামীতে সারাদেশে বপরিসরে আয়োজন করবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আজ শনিবার (১০ জুন) সকালে চট্টগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) এস এম আনছারুজ্জামান এবং প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ৭টি স্টলের মাধ্যমে শিশু শিক্ষ, ডিজিটাল পদ্ধতির প্রয়োগ, স্কুল ও আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন ইনোভেটিভ চিন্তা ব্যবহারিকভাবে প্রদর্শন করা হয়

প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার বণিক বলেন, প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের ভবিষ্য প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় ইনোভেটিভ শোকেসিংয়ের মতো কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ উদ্যোগ প্রাথমিক শিক্ষা পদ্ধতির উন্নয়ন ঘটাবে

অনুষ্ঠানে অনলাইন পাঠশালা, চলো আমরা ক্লাস সাজাই; মনের আনন্দে স্কুলে যাই, বন্ধুর প্রশংসায় ঘটে আচরণের পরিবর্তন, বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, কিডস ক্রিয়েটিভ ক্লাস, অ্যাকশন রিসার্চ, হেসে খেলে ছন্দে; শিখি আনন্দে, বিদ্যালয় ব্যবস্থাপনা ডাটাবেজ সফটওয়্যার, পাঠ অনুশীলন ও মূল্যায়ন, অজানাকে জানা এবং লাল সবুজ পতাকা ধরি; ছুটির আনন্দে যাবো বাড়ি বিষয়ক তথ্য প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন